বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বড় বাজারে অভিযান ৫ জনকে জরিমানা

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-১১-১৬ ১৮:১৮:০২  

নিজস্ব প্রতিবেদক:

শহরের বড় বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ৫ জনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৬ নভেম্বর দুপুর বেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বড় বাজার এলাকার শাহবাগ হোটেলকে মূল্য তালিকা না রাখা ও নোংরা পরিবেশ খাবার প্রস্তুত করার অপরাধে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না রাখার অপরাধে সবজি বিক্রেতা শাহ খলিল এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা ও ভাই ভাই সবজি বিতানকে ২ হাজার টাকা। আলুর পাইকারী দোকাম সুশান্ত বাণিজ্যালয়কে পাকা ভাউচার না রাখার অপরাধে ২ হাজার টাকা, ও তারা সবজি বিতানকে ওজনে কারচুপির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা ও অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেন কর্মকর্তারা।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা