বাংলাদেশ, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

মহেশখালীতে এক যাক তরুণের সহায়তায় হাসি ফুটল সাধারণ মানুষের।

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-১৪ ১৯:০০:১৩  

সাইয়েদ খান (খোকা) মহেশখালী প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কিছু ছাত্র দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে।মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস এস সি ব্যাচ ‘০৬’র সকল সহপাঠীরা মিলে তাদের নিজ অর্থায়নে ১৪৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
তথ্য সূত্রে এস এস সি-০৬’ব্যাচের ছাত্র নাজেমুস সাদাত মুহাম্মদ (শাওন) জানান, তারা আজকে মহেশখালীর প্রায় ১৪৫ পরিবারে খাবার সামগ্রী বিতরণ করেছে এবং তিনি আরো জানান মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে থেকে উক্ত বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক।পরবর্তী, প্রত্যেক পরিবারের কাছে তারা উপহারসামগ্রী পৌছে দিয়েছেন বলে জানান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গিয়াস উদ্দীন কাদের। উদ্বোধনী বক্তৃতায় শিক্ষক গিয়াসউদ্দিন কাদের বলেন”দেশের সাবেক শিক্ষার্থীরা এগিয়ে আসলে দেশের এই দুর্যোগ মোকাবেলা সহজ হয়ে আসবে বলে মনে করেন।তাছাড়া তিনি আরো বলেন আমাদের সকলের কর্তব্যের মধ্যেও এই বিষয়টি জড়িত যদি অন্যান্য ব্যাচ যারা এখনো এই কার্যক্রম হাতে নেননি প্রত্যেককে অনুরোধ করি আপনারাও এগিয়ে আসুন এবং নিজেদের অন্তত সামান্য দায়মুক্তির সুযোগ কাজে লাগাই


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা