চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদকে বাড়ি ঘরে আগুন দিয়ে এক মহিলাকে হত্যা, গুরুতর আহত অনেকে।

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

এস এম আকাশ চৌধুরী,চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া কৈয়ারবিল খিলছাদকে ভোর ৪.৫০ মিনিটের সময় পার্শ্ববর্তী পহরচাঁদা গ্রামের লোকজন বিভিন্ন এলাকা থেকে ভাড়াটিয়া ডাকাত-সন্ত্রাস এনে ঘরভিটা এবং জায়গাজমি দখল করার জন্য আগুন সন্ত্রাস করে। এতে ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহব্বায়ক মোস্তফা,ছাত্রলীগের সাবেক যুগ্ম- আহব্বায়ক সাজ্জাদ এর বাড়ি সহ আগুনে ২৫/২৬ টি ঘর-বাড়ি পুড়ে যায়। সন্ত্রাসীরা গরু,ছাগল থেকে শুরু করে যাবতীয় সবকিছু লুটপাট করে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে পুরে একজন মহিলা নিহত,আরও অনেকে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানাগেছে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বার দিদারের নির্দেশে তার ভাই বাবুলের নেতৃত্বে সমিতি করে ঘরভিটা আর জায়গা দখল করার জন্য এইরকম কর্মকাণ্ড পরিচালনা করা হয়। ইতিপূর্বে এই গ্রামের মানুষের উপর বহুবার হামলা গুলি বর্ষন করা হয়েছিল,যা নিয়ে চকরিয়া থানায় মামলা হয়েছ।এসব বিবরণ সোশ্যাল মিডিয়া, ফেইসবুকে বিক্ষুব্ধ জনতা সন্ত্রাসীদের বিরোদ্ধে স্টাটাসের মাধ্যমে প্রতিবাদ জানান৷

এদিকে চকরিয়া-পেকুয়ার মাননীয় সংসদ ঘটনাস্থল পরিদর্শন করেন৷ তিনি তার ব্যক্তিগত ফেইসবুক আইডি-তে লিখেন

“কৈয়ারবিল খিলছাদকে আগুনের লেলিহান শিখায় ২৬টি ঘর-বাড়ি পুড়ে ছাই যাওয়া এলাকা পরিদর্শনে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে ২৬ বস্তা চাউল এবং প্রতি পরিবারের জন্য ৪(সরকারীভাবে ২ বান্ডেল, আমার ব্যক্তিগত পক্ষে ২ বান্ডেল) বান্ডেল টিনসহ অতি শীঘ্রই বাড়ি নির্মাণের শুরু হবে।”