পরিবারগুলোর কাছে ঈদের সবচেয়ে বড় পাওয়া যেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২

রাজবাড়ীর পাংশায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে স্বপ্নের ঘর পেল ১০০টি ভূমি ও গৃহহীন হতদরিদ্র উপকারভোগী পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহীকতায় রাজবাড়ীর পাংশায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য (রাজবাড়ী ৩৪০) অ্যাডভোকেট খোদেজা নাসরীন আক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, পৌর মেয়র ওয়াজেদ আলী মাস্টার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকমীগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উপকারভোগী পরিবারদের হাতে দুই শতাংশ জমির কাগজপত্র সহ ঘরের চাবি হস্থান্তর করেন সাংসদ এ্যাডভোকেট খোদেজা নাসরীন আক্তার হোসেন ও জেলা প্রশাসক আবু কায়সার খান। একই সাথে উপকারভোগী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী জানান, আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় উপজেলায় প্রথম পর্যায়ে ১০০টি, দ্বিতীয় পর্যায়ে ৩০টি এবং এবার (তৃতীয়) পর্যায়ে ১০০টি সহ উপজেলা মোট ২৩০টি ঘর প্রদান করেছে সরকার। আগামীতে উপজেলায় আরোও ঘর পাবে ভূমি ও গৃহহীন পরিবার।