বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বেইলী ব্রিজ ভেঙে বান্দরবান রাঙ্গামাটি যোগাযোগ বন্ধ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০২-১৯ ১৯:৪৯:৫৩  

বান্দরবান সড়কের বাঙ্গালহালী ইউনিয়নে পাথর ভোজায় ট্রাক উল্টে বেইলী ব্রিজ ভেঙ্গে চার জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতি বার সকালে ৭ টার দিকে রাঙ্গামাটি থেকে পাথর ভোজায় একটি ট্রাক বেইলী ব্রিজে উঠলে বিকট শব্দে ব্রিজটি ভেঙ্গে পড়ে যায়।
এ সময় সেনবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক একজনকে উদ্ধার করে রাঙ্গুনিয়া সারজা হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।

তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেঞমং মারমা,ইউপি সদস্য নজরুল ইসলাম,বান্দরবান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মসলেহ উদ্দীন, রাঙ্গামাটি সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, বাঙ্গালহালী পুলিশ ফাড়ির অফিস ইনচার্জ কামরুজ্জামান ।

বেইলিব্রিজ ভেঙ্গে যাওয়ার ফলে বর্তমানে রাঙ্গামাটি বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে।
এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মসলেহ উদ্দীন জানান, আমরা তাৎক্ষনিক ভাবে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক দ্রুত বিকল্প সড়কের মাধ্যমে সড়ক যোগাযোগ শুরু করতে পারি। ঘটনার পর পর বিকল্প রাস্তার কাজ শুরু হয়েছে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা