সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক আশরাফ হোসাইন হৃদয় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সকালে কক্সবাজার শহরের জাম্বুর মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।

 

তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নয়ত চিকিৎসার জন্য ঢাকা মিডেকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন তার বন্ধু আবু বক্কর।

 

আহত হৃদয় কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা জেলা ‍কৃষক পার্টির সভাপতি মোশারফ হোসাইন দুলালের ছেলে।

 

আবু বক্কর জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের শোক সভা ছিলো। সকাল এগারোটার দিকে মোটরসাইকেল যোগে কলেজে যাওয়ার পথে জাম্বুর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চাপা দিলে গুরুত্বর আহত হয় হৃদয়। পরে লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেছেন।