বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মধু ভাস্কর্যের কান ভেঙে দিল দুর্বৃত্তরা!

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-১২-০৩ ২০:৫৫:১১  

দেশে চলমান ভাস্কর্যবিরোধী আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে থাকা মধুদার (মধুসূদন দে স্মৃতি ভাস্কর্য) ভাস্কর্যের একটি কান ভাঙার ঘটনা ঘটেছে।

বুধবার রাতে বিষয়টি গোচরে এলে তা মেরামত করা হয়েছে।

তবে কবে, কখন, কারা ওই ভাস্কর্যের কান ভেঙেছিল তা জানা যায়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মধুদার ভাস্কর্যের অংশবিশেষ ভাঙার বিষয়টি নজরে আসার পর তা প্রক্টরকে জানানো হয়। পরে তা মেরামত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেছেন, মধুর ক্যানটিনের কর্মচারীরাই ভাস্কর্যটির কান প্রতিস্থাপন করেছেন। তবে ভাস্কর্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করা হয়েছে কি না তা পরিষ্কার নয়।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা