বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সাতক্ষীরা সীমান্তে বিজিবি কর্তৃক ২০ কেজি ভারতীয় রূপার গহনা আটক।

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৭-০৪ ২৩:২৫:৫৯  

আজহারুল ইসলাম সাদী,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সীমান্তে বিজিবি কর্তৃক ২০ কেজি ভারতীয় রূপার গহনা আটক হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ (৪ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাংগা বিওপির টহল কমান্ডার, হাবিলদার মোঃ ইসাহাক মোল্লার নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে, সীমান্তে মনিরার ঘাট নামক স্থানে ফাঁদ পেতে অবস্থান করে। সে সময় অজ্ঞাত ১ জন ব্যক্তি ভারত হতে বাংলাদেশের দিকে আগমনের প্রাক্কালে ফাঁদ পেতে থাকা টহল দলের মাঝামাঝি আসলে টহল দল কর্তৃক উক্ত ব্যক্তিকে ধাওয়া করলে সে ব্যাগ ফেলে সোনাই নদীতে লাফ দিয়ে ভারতের দিকে চলে যায়। পরবর্তীতে টহল দল উক্ত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে বার লক্ষ আশি হাজার টাকা মূল্যের ২০ কেজি ওজনের ভারতীয় রুপার গহনা আটক করে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা