

বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়ষন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে পাংশায় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী পাংশা উপজেলার ৮নং সরিষা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের করা হয়।
এতে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরিষা বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সরিষা বয়েজ ক্লাবে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলার ৮নং সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল আল বাহারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মতিয়ার বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী সহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ।