বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

মারুফ আদনানের বিরুদ্ধে দেওয়া মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২২-০৬-১৬ ২১:০০:০৫  

এইচ মনছুর আলম, টেকনাফ:

পরিবেশ অধিদপ্তর কর্তৃক উদ্দেশ্য প্রণোদিত ভাবে
বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করায়, এবং উক্ত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করার দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখা কতৃক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিকেল ৪ ঘটিকায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা বলেন, বাকখালী নদী দখল ও প্যারাবন ধ্বংস হয়েছে অনেক আগে এতদিন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের কোন খবর ছিলোনা।

যখন ছাত্রলীগের নাম আসল তাদের ঘুম ভাঙ্গল।কিন্ত এই নদী দখলের মহরা চলছে কয়েক যুগ ধরে পরিবেশ অধিদপ্তরের প্রতি অনুরোধ করেন দ্রুত সময়ের মধ্যে মিথ্যে মামলা প্রত্যাহার করা হোক।
আর না হয় টেকনাফ উপজেলা ছাত্রলীগ দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে জানান।

টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা প্রশান্ত কুমার আচার্য পলাশ,হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল হাসান রবি,হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন,হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ মাহমুদ, হ্নীলা উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজু,জমিরিয়া আলিম মাদ্রাসা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মনছুর আলম সহ টেকনাফ উপজেলার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড, স্কুল,মাদ্রাসা,ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা