বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

কোতোয়ালী থানায় ০১ জন ছিনতাইকারী অস্ত্রসহ আটক

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-০৯-০৬ ০৯:৩৫:১২  

নিজস্ব প্রতিবেদকঃ

অদ্য  ০৪/০৯/১৯ তারিখ এসআই/মোঃ আজহারুল ইসলাম, সঙ্গীয় অফিসার এসআই/কে এম তারিকুজ্জামান, এএসআই/অনুপ কুমার বিশ্বাস, এএসআই/সাইফুল আলম, এএসআই/আজিজুল ইসলাম সকলেই কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ষ্টেশন রোড হোটেল ম্যানিলার বিপরীতে রাস্তার উপর মোস্তফা মুসল্লির চা-পানের দোকানের সামনে আসামী মোঃ শহীদুল ইসলাম খোকন (৩৭) কে তাহার কাঁধে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর ০১টি ওয়ান শুটারগান উদ্ধারপূর্বক ২৩.৫৫ ঘটিকার সময় আটক করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তাহার নাম ঠিকানা প্রকাশ সহ তাহার নিকট ওয়ান শুটার গান রাখার কথা স্বীকার করে। ধৃত আসামী পেশাদার ছিনতাইকারী। সে দীর্ঘদিন যাবৎ ছিনতাই কাজ করার অপরাধে চট্টগ্রামের বিভিন্ন থানায় গ্রেফতার হয়। ইতিপূর্বেও সে ছিনতাই করার অপরাধে বেশ কয়েকবার হাজতবাস করিয়াছিল। আসামী উক্ত অস্ত্র দ্বারা চট্টগ্রাম মহানগর এলাকায় ছিনতাই ও অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে সংগ্রহ করিয়া সিএনজি গাড়ীর জন্য ঘটনাস্থলে অপেক্ষা করিতেছিল বলিয়া জিজ্ঞাসাবাদে জানায়। এসআই/মোঃ আজহারুল ইসলাম আসামীর বিরুদ্ধে বাদী হইয়া এজাহার দায়ের করিলে তাহার বিরুদ্ধে অস্ত্র আইনে ০১টি মামলা রুজু হয়।

উল্লেখ্য যে, ধৃত আসামী মোঃ শহীদুল ইসলাম খোকন (৩৭) নিম্নক্ত মামলার আসামী-
১। সিএমপি এর হালিশহর থানার মামলা নং-১৮, তাং-৩১/০১/১৯ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক)।
২। সিএমপি এর হালিশহর থানার মামলা নং-৩৯, তাং-৩১/০৩/১৮ইং, ধারা-১৯৯০ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৩(ক)/১৯(১) এর ৯(খ)।
৩। সিএমপি এর কোতোয়ালী থানার মামলা নং-৫১, তাং-১৯/০৬/১৬ইং, ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ।
৪। সিএমপি এর কোতোয়ালী থানার মামলা নং-৫২, তাং-১৯/০৬/১৬ইং, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ব)
৫। সিএমপি এর হালিশহর থানার মামলা নং-০৬, তাং-১০/১২/১৫ইং, ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ।
৬। সিএমপি এর খুলশী থানার মামলা নং-১৩, তাং-০৯/০১/১৯ইং, ধারা-৩৯৪/৩০২ দঃ বিঃ।
৭। সিএমপি এর কোতোয়ালী থানার মামলা নং-৪৭, তাং-২৪/০৯/০৭ইং, ধারা-২২৪ দঃ বিঃ।

উদ্ধারকৃত আলামতঃ- ০১টি ওয়ান শুটারগান।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা ঃ- মোঃ শহীদুল ইসলাম খোকন (৩৭), পিতা-মৃত আবু তালেব প্রঃ মুক্তিযোদ্ধা আবু তাহের, মাতা-গুলশান আরা বেগম, ১ম স্ত্রী-ফাতেমা বেগম বিউটি, ২য় স্ত্রী-আয়েশা বেগম লিজা, সাং-চরকিং, মুক্তিযোদ্ধা আবু তাহেরের বাড়ী, ৬নং চরকিং ইউনিয়ন, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী বর্তমানে-ছোটপুল, বইল্যার কলোনী, আলমগীরের ভাড়াঘর, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম অভিযুক্ত কর্তৃক প্রদত্ত-হোটেল সুগন্ধা, লালদিঘীর পাড়, রুম নং-৪১৫, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম

অভিযান পরিচালনাকারী টিমের নাম ঃ
১। এসআই/মোঃ আজহারুল ইসলাম, সঙ্গীয় অফিসার এসআই/কে এম তারিকুজ্জামান, এএসআই/অনুপ কুমার বিশ্বাস, এএসআই/সাইফুল আলম, এএসআই/আজিজুল ইসলাম ।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা