বাংলাদেশ, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

আগের মতই সচল রাজবাড়ীর অর্ধশতাধিক অবৈধ ইটভাটা

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২৩-০১-০৯ ১৮:৩৪:৪৫  

রাজবাড়ী কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী অঞ্চলটিতে গড়ে ওঠা ৮৭টি ইটভাটার মধ্যে ৬৪টিই অবৈধ। দেশের উচ্চ আদালত এসব অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করলেও রাজবাড়ীর অবৈধ ইটভাটাগুলো আগের মতই সচল রয়েছে।

রাজবাড়ীর ৮৭টি ইটভাটার মধ্যে বেশ কয়েকটি ভাটা রয়েছে পৌরসভা এলাকার মধ্যে। অধিকাংশ ভাটায় গড়ে উঠেছে মহাসড়ক, ফসলী জমি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা স্বাস্থ্য কেন্দ্রের পাশে। অতিরিক্ত ওজনের মালবাহী মাটির ড্রাম ট্রাক চলাচলে আঞ্চলিক সড়কগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষিত হচ্ছে পরিবেশ। যার ফলে জেলার বিভিন্ন এলাকায় শ্বাসকষ্ট, হাঁপানিসহ নানান রোগের বিস্তার দেখা দিচ্ছে। উজার হচ্ছে পরিবেশ বন্ধু গাছ।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সভা করে ইটভাটা মালিকদের নীতিমালা সম্পর্কে অবগত করা হয়েছে এবং ভাটা গুলোতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক সময়ে জেলার বালিয়াকান্দির ১০ টি ভাটায় অভিযান পরিচালনা করে ৯ টি ভাটার কাছ থেকে ৩৭ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা