নতুন কমিটি পেল চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ, দিদারুল সভাপতি—জহুরুল সম্পাদক

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২

মো. দিদারুল ইসলামকে সভাপতি এবং মো. জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ৩৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল এ কমিটির অনুমোদন দেন।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলনের ছয় মাস পর ১০১ সদস্যের কমিটির মধ্যে ৩৫ জনের নাম উল্লেখ করে আগামী তিন বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির বাকি শূন্য পদ আগামী ৬০ কর্মদিবসের মধ্যে পূরণ করে কেন্দ্রের দপ্তরে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।