পাংশায় দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩

রাজবাড়ীর পাংশায় অসহায় ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, জেলেদের মাঝে জাল ও প্রতিবন্ধীদের চলাচলের জন্য হুইলচেয়ার বিতরণ করেছে পাংশা উপজেলা পরিষদ।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী ২-আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (ব্যুরো) প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন রাজবাড়ী ২- আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ।