বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

মহেশখালীর হোয়ানকে সরকারী জমি দখল নিয়ে প্রতিপক্ষের সংঘর্ষে নিহত-১।

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-১৮ ০৮:৩৬:৫২  

নিজস্ব প্রতিবেদকঃ
মহেশখালীর হোয়ানক ইউনিয়নে রাতে সরকারি জমি দখলের ঘটনায় এক জন খুন হয়েছে। এঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক নারী ও অার এক পুরুষকে অাটক করে মহেশখালী থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ১৭ মে ৯ টায় উপজেলার হোয়ানক রাজুয়ার ঘোনা গ্রামে। স্থানীয় জনভাষ্যমতে রাজুয়াঘোনা এলাকায় সরকারী ১২নং পাহাড়ী খাস জমির দখলের বিরোধের জের ধরে স্থানীয় হাবীবুর রহমানের পুত্র রাহমত উল্লাহ কে ধারালো দা দিয়া মারাত্বক জখম করে একই এলাকার অাবু তাহের এর পুত্র এনামুল করিম (প্রকাশ নুরুনির পুঁয়া) ও তার লোকজন। ধারালো দা দিয়ে শরীরের ভিবিন্ন স্থানে কাটা রক্তাক্ত হলে মুমূর্ষ অবস্থায় মহেশখালী হাসপাতাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মুত্যু হয়। সংবাদ পেয়ে মহেশখালী থানার ওসি তদন্ত বাবুল অাযাদ ও এ এস আই মালেক সাহেবর নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজন পুরুষ ও একজন মহিলাকে অাটক বরে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা