বাংলাদেশ, , বুধবার, ১ মে ২০২৪

করোনার উৎস খুঁজতে আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব প্রত্যাখ্যান চীনের

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৪-২৫ ১৪:২৬:১৭  

বাংলাদেশ পেপার ডেস্কঃ

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। এরপর এটি ছড়িয়ে পড়ে সারা বিশ্বের ২১০ টির ও বেশি দেশে। চীনের একটি পশুর বাজারে এ ভাইরাসের উৎপত্তি হয় বলে ধারণা করা হচ্ছে। আজ পর্যন্ত সারা বিশ্বে ২৭ লাখের বেশি মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছে।

চীনে এই ভাইরাসের সংক্রমণের শুরু থেকেই এর উৎপত্তি ও বিস্তার নিয়ে তদন্তের দাবি ওঠে। অনেকের যুক্তি ছিল, এ সংক্রান্ত তথ্য বিভিন্ন দেশকে এ ভাইরাসের সংক্রমন রোধে সহায়তা করবে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চীনের বিরুদ্ধে ভাইরাস নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে। মার্কিন প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভাইরাস ছড়িয়ে পড়ায় চীনকে অভিযুক্ত করেছেন। মার্কিন অঙ্গরাজ্য মিসৌরি ইতিমধ্যে চীন সরকারের বিরুদ্ধে মামলা করেছে।

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আগামী মাসে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে তিনি এই তদন্তের বিষয়টি তুলেবেন। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রদানকারী পরিষদ।

এসব দাবির মুখে অনড় চীন। করোনাভাইরাসের উৎস খুঁজতে আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা।যুক্তরাজ্যে চীনের এক শীর্ষ কূটনীতিক চেন ওয়েন বলেছেন, তদন্তের এ দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এখন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। আমরা আমাদের সব শক্তি এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োগ করেছি। এর মধ্যে তদন্তের দাবি এই লড়াইয়ে বাধার সৃষ্টি করবে।শুধু তাই নয়, মনোযোগ এবং সম্পদেরও অপচয় ঘটাবে।
খবর বিবিসি অনলাইনের


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা