বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সুযোগ কিভাবে কাজে লাগাতে হয় তা দেখিয়ে দিলেন মারনাস লাহবুশেন।

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-১১-৩০ ১৯:৫৬:৩৩  

হাছিব হোছাইনঃ 

সুযোগ কিভাবে কাজে লাগাতে হয় তা দেখিয়ে দিলেন মারনাস লাহবুশেন।

মারনাস লাহবুশেন এর সর্বশেষ ৯টি ইনিংস এমনঃ
৫৯, ৭৪, ৮০, ৬৭, ১১, ৪৮, ১৪, ১৮৫ ও ১৬২!

অর্থাৎ এই ৯টি টেস্ট ইনিংসে তার মোট রান ৭০০, গড় ৭৭.৭৮, সেঞ্চুরি দু’টি, হাফ-সেঞ্চুরি ৪টি, আছে ৪৮ রানের একটি ইনিংস। ব্যাট হাতে মাত্র ২টি ইনিংসে কিছুটা ব্যর্থ হয়েছেন তিনি।

অথচ চলতি বছরের অ্যাসেজ সিরিজের প্রথম দুই টেস্টের একাদশেই ছিলেন না তিনি। ২য় টেস্টে স্টিভেন স্মিথ মাথায় আঘাতপ্রাপ্ত হলে তার বিকল্প হিসেবে ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন এর আগে টেস্ট ক্রিকেটে অনেকটা ব্যর্থ মারনাস লাহবুশেন।

সফল এই ৯ ইনিংসের আগে আরও ৮টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই ৮ ইনিংসে তার রান ছিল মাত্র ২১০, গড় ২৬.২৫। বলার মতো ৮১ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি সেই সময়ে। অর্থাৎ বাকি ৭ ইনিংসে তার রান ছিল মাত্র ১২৯! সুযোগ পেয়েই দেখিয়ে দিলেন একবার ব্যর্থ হওয়া মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয়।

অথচ আমাদের দেশের ক্রিকেটারদের দিকে তাকালে দুঃখ হয়। এরা বার বার সুযোগ পেয়েও কিছুই করতে পারে না। আর দলে ফেরেও বা কিভাবে? অন্য কেউ ব্যর্থ হলে পুরানো ব্যর্থদের মধ্য থেকে কাউকে সুযোগ দেওয়া হয়। এরা ব্যর্থ হলে আগের ব্যর্থদের আবার ডাকা হয়। জোড়াতালির ক্রিকেট যাকে বলে আরকি।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা