বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ক্ষুধমুক্ত থাকবে চট্টগ্রাম-“পাথেয়”

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-১২-০১ ১৮:০১:৩১  

তাফহিমুল ইসলাম তাহিম,চট্টগ্রামঃ


আজ নগরীর সি আর বি শিরীষতলায় অনুষ্ঠিত হয়ে গেলো ক্ষুধমুক্ত চট্টগ্রাম গড়ার লক্ষ্যে চট্টগ্রামের একঝাঁক তরুণ তরুণীকে নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “পাথেয়” এর শুভ উদ্ভোধন !


পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টায় আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধনী অনুষ্ঠানের সূচনা হয়,
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ গ্রহণ করেন এবং চট্টগ্রামকে ক্ষুধামুক্ত করতে তাঁদের মতামত ব্যক্ত করেন।

বক্তাদের ভাষ্যমতে ,আপ্যায়নের রাজধানী চট্টগ্রাম তার বাহারী রকমের খাবারদাবারের জন্য প্রসিদ্ধ,কিন্তু এখানে প্রতিদিন নানা রকমের উৎসব অনুষঠানে প্রচুর পরিমাণে খাবার অপচয় হয় ,পাশাপাশি আজকাল বিভিন্ন রেস্তোরায় ও খাবারের প্রচুর অপচয় হয় অথচ এ শহরেই অনেক সুবিধাবঞ্চিত মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খাবারের অভাবে দিনাতিপাত করে।

এই সমস্যা নিরসনে আজ থেকে রেস্তোরাঁ বা অনুষ্ঠানে খাবার বেঁচে গেলে তা পাথেয় তে জানানো হলে স্বেচ্ছাসেবকেরা তা সংগ্রহ করে সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌছে দিবেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো প্রায় ১৫০ জন সুবিধাবঞ্চিত দরিদ্র বাচ্চাদের মধ্যে খাবার বিতরণ ও কার্টুন শো।
উপস্থিত ছিলেন আরো দুই সেচ্ছাসেবী সংগঠন নগরফুল ও স্মাইল বাংলাদেশ।

পাথেয়’র স্বেচ্ছাসবীরা সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন রেস্তোরাঁ থেকে এই খাবারগুলো সংগ্রহ করে।বিতরণ করেন এই সুবিধবঞ্চিত মানুষদের কাছে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা