

ককসবাজার উন্নয়ন কতৃপক্ষ (কউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর নুরুল আবছার। ২৩ আগস্ট (মঙ্গলবার) জনপ্রশাসনের চুক্তিও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা: রফিকুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬ এর ধারা ৫(২) অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুনঃ 01857671943
এদিকে নতুন কউক চেয়ারম্যান নিয়োগ দেয়ার খবরে কক্সবাজারে সাধারণ মানুষ নতুনভাবে ভাবতে শুরু করেছেন। বিশেষ করে কক্সবাজার শহরের প্রধান সড়কের কাজ দ্রুত শেষ করা নিয়ে সঞ্চয় প্রকাশ করছেন তারা। অনেকে আবার বিগত সময়ের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার পাশাপাশি কক্সবাজারকে সাজাতে নতুন কর্মপরিকল্পনা হাতে নিবেন কউক চেয়ারম্যান এমনটাই প্রত্যাশা মানুষের।