বাংলাদেশ, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

‘উচ্চ পর্যায়ের নির্দেশ’ ও প্রশাসনের ‘আশ্বাসে’ স্বাভাবিক পৌর সেবা

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-১১-০২ ১৮:২৯:৫৩  

ডেস্ক নিউজঃ

সরকার ও দলের ‘উচ্চ পর্যায়ের নির্দেশে’ এবং কক্সবাজার জেলা প্রশাসনের ‘আশ্বাসে’ নাগরিক সেবা কার্যক্রম
স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে কক্সবাজার ও মহেশখালী পৌরসভা।

সোমবার (১ নভের) রাতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ ও জেলা
আওয়ামী লীগের সাংগঠনিক স দক মাহাবুবুর রহমান চৌধুরী। সোমবার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মাহাবুবুর রহমান বলেন, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের সঙ্গে জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের সঙ্গে কথা বলেন নেতারা। সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদের আশ্বাস দেয়া হয়েছে শিগগির তদন্ত সাপেক্ষে মেজর মুজিবের নাম মামলা থেকে বাদ দেয়া হবে।প্যানেল মেয়র মাহাবুব  বলেন, সেবা বন্ধ করা পৌরসভার কাজ নয়। জনভোগান্তি তৈরি আমরাও করতে চাইনি।

কিন্ত মোনাফকে হত্যা চেষ্টায় একটি মহল মেয়র মুজিববকে জড়িয়েছে। এতে মুজিবের মান ক্ষুন্ন হয়েছে। আমরা সেই সম্মান ফিরিয়ে আনতেই কর্মবিরতি করেছিলাম।

খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেই জরুরি সভায় আওয়ামী লীগের ধর্ম
বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান এবং মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক উপস্থিত ছিলেন।

২৭ অক্টোবর রাত সাড়ে ৯টায় শহরের সুগান্ধা পয়েন্টে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদারকে গুলি করা হয়। তিনি বর্তমানে চগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই ঘটনায় আহত মোনাফ সিকদারের ভাই শাহাজাহান সিকদার বাদী হয়ে ৩১ অক্টোবর মেয়র মুজিবুর রহমান, তার
ব্যক্তিগত সহকারী এবি ছিদ্দি ক খোকন এবং কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের
ছোট বোন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীসহ ৮ জনের নাম উল্লেখ করে
সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে আরও ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলাটি নথিভুক্ত হওয়ার তথ্য প্রচার হওয়ার পর তা প্রত্যাহারের দাবিতে রোববার সন্ধ্যার পর কলাতলীর হোটেল-
মোটেল জোন এলাকার প্রধান সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক মুখে  পৌরসভার আবর্জনা পরিবহনের গাড়ি রেখে
অবরোধ সৃষ্টি করা হয়।রাস্তায়  জ্বালিয়ে দেয়া হয় গাড়ির টায়ার।

রাতে এই বিক্ষোভ ও অবরোধ তুলে নেয়া হলেও সকাল থেকে সব ধরণের সেবা বন্ধ করে দেয় কক্সবাজার পৌর
পরিষদ। তাদের দেখাদেখি মহেশখালী পৌর পরিষদও একই পথে হাঁটে। অবশেষে মঙ্গলবার থেকে সেবা ভাবিক হবে
বলে আশা করা হচ্ছে ।

কক্সবাজার ভিশন 


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা