বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬০০০ ঘর, এখনো পর্যন্ত ১০ জন হতাহত

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০৩-২২ ২৩:৫০:২৩  

শেখ শাহজাহান,উখিয়াঃ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকান্ডের শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জন হতাহতের খবর পাওয়াগেছে। ক্যাম্প-০৯ এর চেয়ারম্যান আবু তাহের এই তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, ব্লক-A-১০৪৪ ঘর- ৯০% পূড়ে গেছে, ব্লক-B-১১৪৮ ঘর- ৭০% পূড়ে গেছে, ব্লক-C -২১৪২ঘর- ৮০% পূড়ে গেছে, ব্লক-D-৩১০ ঘর-৭৫% পূড়ে গেছে, ব্লক-E-১৪১ ঘর-৬০% পূড়ে গেছে, ব্লক-F-৮৪৫ ঘর-৩০% পূড়ে গেছে, ব্লক-G-১৩৮৪ ঘর-৭০% পূড়ে গেছে, ব্লক-H-১০৬৪ ঘর-৭০ % পূড়ে গেছে,ব্লক-i -৬৮২ ঘর-৮৫% পূড়ে গেছে।

ক্যাম্প-০৯ এর চেয়ারম্যান আবু তাহের আরো জানান, ক্যাম্প-০৯ এর ৮৭৬০ টি ঘর রয়েছে। তার মধ্যে ৬০০০ টি বাড়ি পূড়ে গেছে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা