বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

দেবহাটায় মৃত্তিকা মানবিক ইউনিটের পক্ষ থেকে অনুদান ও খাদ্য প্রদান।

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৭-০৬ ১৭:০৭:০৫  

আজহারুল ইসলাম সাদী, জেলা প্রতিনিধিঃ
‘সকলের তরে সকলে মোরা’ এই শ্লোগানকে সামনে রেখে,
সাতক্ষীরা জেলার দেবহাটায় মৃত্তিকা মানবিক ইউনিটের পক্ষ থেকে মসজিদ ও এতিমখানায়, অনুদান ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

এলক্ষে আজ সোমবার (৬ জুলাই) সকালে দেবহাটা উপজেলা পরিষদ চত্বরে, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন মৃত্তিকা মানবিক ইউনিট সাতক্ষীরা এর
প্রতিষ্ঠাতা পরিচালক, মোঃ সাইফুল ইসলাম (সাম্মি) আমেরিকা প্রবাসী ও সভাপতি মোঃ মিঠুন শাহারিয়া (শাকিব) এর সমন্বয়ে প্রতিষ্টিত মৃত্তিকা মানবিক ইউনিট সাতক্ষীরা এর উদ্দ্যোগে দেবহাটা উপজেলার ৬ টি মসজিদ ও এতিমখানায় ৬৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
উক্ত অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান (সবুজ)সহ সংগঠনের সদস্য যথাক্রমে, শান্তা মারিয়া, মেহেদী হাসান শিমু, সাদেক, রবিউল ইসলাম, নিরব হোসেন, নাজমুল হোসেন, মাছুম বিল্লাহ প্রমুখ।
অনুদান প্রদানকৃত মসজিদ ও এতিমখানা গুলি যথাক্রমে সখিপুর বায়তুল আমান জামে মসজিদ ৩০ হাজার টাকা, কালীবাড়িয়া পাঞ্জেগানা মসজিদ ১০ হাজার টাকা, ঘুঘুডাঙ্গা হযরত আবু বক্কর( রাঃ) জামে মসজিদ ১০ হাজার টাকা, চিনেডাঙ্গা পাঞ্জেগানা মসজিদ ৫ হাজার টাকা, আটশত বিঘা পাঞ্জেগানা মসজিদ ৫ হাজার টাকা ও সুবর্ণবাদ মদিনাতুল উলুম কওমিয়া নূরানী এতিমখানা মাদ্রাসায় ৫ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা