বাংলাদেশ, , মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

করোনা রোগীর বাড়িতে পাত্রী দেখতে গিয়ে নিজেই আক্রান্ত

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-১৬ ২৩:৫৮:৪৭  

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার পৌরসভার টেকপাড়ায় একজন করোনা রোগীর বাড়িতে ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেও টেকপাড়ার বাসিন্দা। এছাড়া টেকপাড়ায় ৩০ বছর বয়সী একজন মহিলাও শনিবার ১৬মে করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার শহরের গোলদীঘির দক্ষিণ পাড়ের ৪৭ বছর বয়সী একজন ইসকন সদস্য, ঢাকা ফেরত গাড়ির মাঠ ৩নম্বর গলির ৩৫ বছর বয়সী একজন মহিলা একইদিন করোনা আক্রান্ত হয়েছেন। ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার মুক্তার কুল এলাকার ৯০বছর বয়সী একজন বয়স্ক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি একই এলাকায় আগে আক্রান্ত হওয়া ২জন রোগীর পিতা ও অন্যজনের শ্বশুর।

শনিবার ১৬মে কক্সবাজার সদর উপজেলায় ৬জন করোনা ভাইরাস রোগী সনাক্ত করার কথা বলা হলেও অপরজন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা। তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মাধ্যমে স্যাম্পল টেস্টে দেওয়ায় তার রিপোর্টে কক্সবাজার সদর উপজেলার রোগী হিসাবে প্রাথমিকভাবে গণ্য করা হয়েছিলো। এনিয়ে কক্সবাজার সদর উপজেলায় মোট ৪০জন করোনায় আক্রান্ত হলো।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা