বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন, শতাধিক ঘর পুড়ে ছাই

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-১৭ ১১:৪০:৩৬  
Featured Video Play Icon

এইচ মনছুর আলম :

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুনের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের শতাধিক ঘর পুড়ে গেছে। রোববার (১৭ই মে) রাত ১টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

কুতুপালং ৫ নাম্বার ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) মো. ওবায়দুল্লাহ অগ্নিকাণ্ডের সত্যতা  বাংলাদেশ পেপার কে নিশ্চিত করে জানান, আগুনে শতাধিক ঘর ও কিছু স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে গেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা ঘণ্টা দেড়েক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি।
গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এর আগে গত ১২ ই মে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে এক আগুনে ৩ শতাধিক ঘর পুড়ে যায়।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা