বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কক্সবাজারে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জলন

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-১২-১৪ ০৫:৫০:৩৪  

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চুড়ান্ত বিজয়ের আগেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।

এ দিনটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে কক্সবাজার জেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রাত ১২ঃ১ মিনিটে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে এ কর্মসূচী পালন করেন তারা।

এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের শিক্ষা, শান্তি, প্রগতি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে উঠে শহীদ মিনার প্রাঙ্গান।

এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগ সহ-সভাপতি কায়সারুল আলম মুন্না, বোরহান উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রলীগের কর্মসূচীর মধ্যে রয়েছে সোমবার (১৪ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ। সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সাড়ে আটটায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ।

উক্ত কর্মসূচিতে নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা