বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সাতক্ষীরার ধানদিয়া ও নগরঘাটায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন।

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৭-২৫ ১৮:১২:০৫  

আজহারুল ইসলাম সাদী, জেলা প্রতিনিধিঃ

পুলিশের সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ধানদিয়ায় বিট পুলিশং কার্যক্রমের শুভ উদ্ভোদন করা হয়েছে।
এলক্ষে আজ শনিবারর(২৫ জুলাই) সকালে ধানদিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১ নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ২ নং নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে আরো উপস্থিদ ছিলেন, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জেল্লাল হোসেন, এস আই জয়বালা, শাহাদাৎ হোসেন, সুব্রত কুমার শাহা সহ ধানদিয়ার সকল ইউপি সদস্যগন।

উপস্থিত বক্তৃাগণ তাদের বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস, চুরি ডাকাতি,ছিনতাই, বাল্যবিবাহ, ইফটিজিং সহ সমাজের সকল অপরাধ রোধ করতে জেলা পুলিশ একটি ব্যাতিক্রম উদ্যোগ গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপারের নির্দেশে থানার প্রতিটি ইউনিয়নে একজন, এস. আই এবং একজন এ. এস. আই কে বিট অফিসার হিসাবে নিযুক্ত করা হবে। পরিশেষে তিনি বলেন, জনগনের জানমালের নিরাপর্তায় পুলিশ সবসময় পাশে থাকবে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা