বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

গোপনে মেয়ের বিয়ে, পরে জানা গেল জামাই করোনা আক্রান্ত!

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৫-৩১ ০১:১৫:৫১  

পাবনা প্রতিনিধিঃ

 
পাবনার ঈশ্বরদীতে করো’না আ’ক্রা’ন্ত ছেলের সাথে গো’পনে মেয়ের বিয়ে দিয়ে বিপাকে পড়েছে একটি পরিবার। করো’না আ’ক্রা’ন্ত সন্দে’হে নমুনা দিয়ে আসার পর কেবল বিয়েই নয়, কয়েক দফা আনুষ্ঠানিকতা হয়েছে উভয় পরিবারের মধ্যে। শুক্রবার বর রাসেলের করো’না পজিটিভ রিপোর্ট আসার পর কুষ্টিয়া ভেড়ামা’রায় তার বাড়ি লকডাউন করতে গিয়ে জে’লা পুলিশ এসব তথ্য জানতে পারে।

কুষ্টিয়া পুলিশের কাছ থেকে এ বি’ষয়ে জানতে পেরে শুক্রবার বিকেলে ঈশ্বরদী থানা পুলিশ ওই বাড়িটি লকডাউন করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈশ্বরদী শহরের ফকিরের বটতলা এলাকার ইলেকট্রিক মিস্ত্রী আশরাফ হোসেন চুনি ঈদুল ফিতরের আগের দিন অতি গো’পনে তার মেয়ে শর্মিকে বিয়ে দেন পার্শ্ববর্তী কুষ্টিয়া জে’লার ভেড়ামা’রার ষোলদাগ গ্রামের রাসেল (৩০) নামে এক যুবকের সাথে।

আশরাফ হোসেনের প্রতিবেশী সোহান আহমেদ জানান, বিয়ের পাত্র রাসেল ঢাকায় ইন্টারনেট ব্যবসার স’ঙ্গে জড়িত। ঈদের আগে ঢাকায় নমুনা পরীক্ষা করতে দিয়ে সে করো’না উপসর্গ নিয়েই গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামা’রায় আসে। বি’ষয়টি গো’পন করে ঈদের আগের দিন গত রবিবার (২৪ মে) তিনি পরিবারের লোকজন নিয়ে ঈশ্বরদী থেকে শর্মীকে বিয়ে করে নিয়ে যান।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা