বাংলাদেশ, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

ভাসানচরের পথে আরও ১ হাজার ১০৩ রোহিঙ্গা

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২২-১০-১৭ ২০:০৩:৫৭  

। বার্তা পরিবেশক।।

১৭তম ধাপে আরও ১ হাজার ১০৩ জন রোহিঙ্গাকে ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে। রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সোমবার ভোর রাত পর্যন্ত ২৩টি বাসে তাদের কক্সবাজার থেকে চট্টগ্রাম পাঠানো হয়।

রোববার দিবাগত রাত সোয়া ১২টায় উখিয়া ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, ১৭তম ধাপে দুই প্যাকেজে নতুন করে মোট ৯৬৩ জন (১ম প্যাকেজে-৪৮২ এবং ২য় প্যাকেজে-৪৮১) নতুন এবং ভাসানচর থেকে উখিয়ায় বেড়াতে আসা এবং ভাসানচরে বেড়ানোর উদ্দেশ্যে আরও ১৪০ জনসহ মোট ১ হাজার ১০৩ রোহিঙ্গাকে ২৩ টি বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়। এসময় প্রয়োজনীয় পুলিশ স্কট এবং এম্বুলেন্সও পাঠানো হয়।

চট্টগ্রাম পৌঁছানোর পর সেখান থেকে তাদের ভাসানচরের স্থাপিত রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা