বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২২-১০-১৮ ২০:৪০:২৭  

বার্তা পরিবেশকঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২২ ইং উপলক্ষে মঙ্গলবার (১৮ই অক্টোবর)  রাত ৮ টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ-সম্পাদক আবু মোঃ মারুফ আদনানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম চৌধুরী।

কক্সবাজার শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি বোরহান উদ্দীন খোকন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক ইরফানুল হক হিমু, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাক,  যুগ্ন আহ্বায়ক  শাহেদুল ইসলাম,রবিউল সাকিব, আবুল মনছুর, আসিফুল করিম, কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন, কক্সবাজার সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ-সম্পাদক  মহিন উদ্দীন মাহিন, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা কাজী আবদুল্লাহ, ছৈয়দ মোহাম্মদ তামিম, মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ, মুজিব ,  কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম জিসান, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগ নেতা রফিক, ছাত্রনেতা রাগিব নাদিম প্রমুখ।

উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নিশান চৌধুরী , উপধর্ম সম্পাদক মঈন উদ্দিন, কক্সবাজার শহর ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক ওয়াসিম সিকদার, আবুল হাসনাত জামি, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক আশরাফ উদ্দীন হৃদয়, সৈয়দ সাফাওয়াত সজিব, ছাত্রেনতা সাজ্জাদ হোসাইন, ফয়সাল আহমেদ,  সুমন, অসিম কুমার দে, আলমগীর আলম নিসা, রবিউল আলম হৃদয়,  সাইদুল ইসলাম আরিফ, উৎফল বড়ুয়া প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট বঙ্গবন্ধুর সঙ্গে নিষ্ঠুরভাবে শিশু শেখ রাসেলকেও হত্যা করে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা