বাংলাদেশ, , বুধবার, ১ মে ২০২৪

জোয়ারিয়ানালায় খালে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-০৬-২৭ ১১:৪৮:১৭  

মীর মোহাম্মদ খালেদ ,রামু:

রামুর জোয়ারিয়ানালায় খালে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি  চরপাড়া গ্রামের ওমান প্রবাসী নূর আহমেদের শিশু সন্তান মাহিম (দেড় বছর)। সোনাইছড়ি খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়।

জানা যায় , গতকাল ২৬ শে জুন  বিকেলে বাড়ির পাশে খালের ধারে খেলা করছিল মাহিম। পরে বিকেল ৫টা থেকে শিশু মাহিমের নিঁখোজ হওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ইউ পি সদস্য ওসমান গণি, ইউ পি সদস্য জসিমুল ইসলাম সহ স্থানীয় জন প্রতিনিধি সহ সমাজকর্মী ও স্থানীয় লোকজন রাত ১২ টা পর্যন্ত দফায় দফায় শিশু মাহিমকে উদ্ধারের চেস্টা চালায় । উদ্ধারে ব্যর্থ হয়ে পরে রামু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের খবর দিলে কর্মীরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। যদিও তারা শিশু মাহিমকে উদ্ধারে অপারগতা প্রকাশ করেন ।

অবশেষে সকাল ছয়টায় শিশু মাহিমের নিথর দেহ সোনাইছড়ি রাবার ড্যাম সংলগ্ন ব্রীজের নীচ থেকে উদ্ধার করে স্থানীয় যুবক রুবেল।

পরে স্থানীয় চরপাড়া জামে মসজিদ কবরস্থানে  শিশু মাহিমকে দাফন করা হয়। শিশু মাহিমের অকাল  মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

 


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা