বাংলাদেশ, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ভাসানচর মুখী রওয়ানা দিয়েছে রোহিঙ্গারা

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-১২-০৩ ১৪:১৩:৩০  

অবশেষে ভাসানচরের উদ্দেশ্য রওয়ানা দিয়েছে রোহিঙ্গারা। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উখিয়ার অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে ১০টি বড় বাসে করে অন্তত ৫০ পরিবার রোহিঙ্গার প্রথম দলটি উখিয়ার অস্থায়ী ট্রানজিট ক্যাম্প ছেড়ে যায়।

অন্তত দুই শতাধিক পরিবার আশ্রিত রোহিঙ্গা ভাসান চরের উদ্দেশ্য রওয়ানা হওয়ার কথা রয়েছে। জাতিসংঘের নানা টালবাহানা মাঝেও তুলনামূলক উন্নত জীবনের আশায় সরকারের উদ্যেগে স্বেচ্ছায় সাড়া দিয়ে ক্যাম্প ছাড়ার খবর পাওয়া গেছে।

নিজের অবস্থানে অনঢ় সরকারের পক্ষ থেকে গত মাসে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ার কথা জানান। সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় ক্যাম্প থেকে ভাসানচরে পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে। স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের বুধবার রাত থেকে আজও সকাল পর্যন্ত ক্যাম্প থেকে এনে উখিয়া কলেজ মাঠে প্রস্তুতকৃত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে জড়ো করতে দেখা গেছে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা