

সিবিআইইউ প্রতিনিধি,কক্সবাজারঃ
সিবিআইইউ’র চেয়ারম্যান মহানুভবতায় বকেয়া বেতন পেলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/ কর্মকর্তা/ কর্মচারী বৃন্দ।
বৈশ্বিক এই ক্রান্তিকালে সব কিছু যখন স্থবির হয়ে পড়েছে। তখন গত তিনমাসের কোন বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছিল সিবিআইইউ এ-র শিক্ষক/ কর্মচারী/ কর্মকর্তা বৃন্দ।
এই করুন পরিস্থিতিতেও থেমে থাকেনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ইউজিসির নির্দেশনা অনুযায়ী চালিয়ে গেছেন তাঁদের অন লাইন শিক্ষা কার্যক্রম।কিন্তু গতি তিন মাস ধরে বেতন ভাতা না পেয়ে তাঁদের জীবন দূর্বিষহ হয়ে উঠেছিল। ঠিক এ-ই সময়ে মানবতার হাত বাড়িয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদ সিআইপি। তিনি আজ রবিবার তাঁর ব্যক্তিগত তহবিল থেকে টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক/ কর্মকর্তা/ কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করেন।
বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক/ কর্মকর্তা/কর্মচারীরা চেয়ারম্যানের এমন মহানুভবতার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।