বাংলাদেশ, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

বরযাত্রীর মাইক্রোবাসকে আধা কিলোমিটার হিঁচড়ে নিয়ে গেল ট্রেন

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-০৭-১৫ ১৫:৪৫:৫৬  

ডেস্ক নিউজঃ

বিয়ে করে বাড়ি ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসকে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি হিঁচড়ে আধা কিলোমিটার নিয়ে যায়। এতে বর-কনেসহ ৯ জন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার সময় মাইক্রোবাস থেকে ছিটকে পড়া রেল গেটের কাছে দুই জন এবং সাহিকোলা গ্রামের কাছে অপর সাতজনের লাশ উদ্ধার করা হয়।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উল্লাপাড়ার সলপ রেলস্টেশনের উত্তরের রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নববধূ সুমাইয়া খাতুন (২১), বর রাজন আহমেদ (২২) ও বরযাত্রী শরিফ শেখ (৩৬)। ঘটনার পরপরই উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

সূত্র জানায়, বরযাত্রীর মাইক্রোবাসটি উল্লাপাড়ার চরঘাটিনা থেকে সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়া যাওয়ার পথে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। ট্রেনটি দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে হিঁচড়ে প্রায় আধা কিলোমিটার দূরে সাহিকোলা গ্রামের কাছে নিয়ে যায়। এ সময় গ্রামের লোকজন ট্রেনটি অবরোধ করে ফেলে।

উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কউসিক আহমেদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা