বাংলাদেশ, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

দৈনিক সংগ্রাম কার্যালয়ে ভাঙচুর, পুলিশ হেফাজতে সম্পাদক

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-১২-১৩ ১৫:৫৪:৫০  

দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত সংবাদে যুদ্ধাপরাধ মামলায় ফাঁসি কার্যকর হওয়া আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ ও ফাঁসির দিনটিকে ‘শাহাদাত’ বার্ষিকী উল্লেখ করায় পত্রিকাটির কার্যালয়ের ভেতরে ভাঙচুর করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের কর্মীরা।
আজ শুক্রবার বিকেল থেকে সংগঠনটি মগবাজারের ওই অফিস ঘেরাও করে রাখে। এক পর্যায়ে ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং পত্রিকা পোড়ানো হয়।
এদিকে, এ ঘটনার পর সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে হাতিরঝিল থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে তাকে আটক করা হয়েছে নাকি জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশ তা নিশ্চিত করেনি।
উল্লেখ্য, পত্রিকাটির আজ ১৩ ডিসেম্বরের সংখ্যায় ‘শহীদ আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। একজন যুদ্ধাপরাধ মামলায় ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তিকে ‘শহীদ’ আখ্যা দেওয়ায় এই ভাঙচুর হয়েছে। এর আগে আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পত্রিকাটির ওই নিউজের স্ক্রিনশট দিয়ে বিচার দাবি করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা