বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

পদ্মা সেতুর নাম পরিবর্তন হবে না, জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২২-০৫-২০ ১২:০৭:৫৭  

দেশের সর্ববৃহৎ সেতু পদ্মা সেতু। জুন মাসের শেষের দিকে উদ্বোধন করা হবে। তবে সেতুর নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় অনেক অনেক ধরনের মন্তব্য করেছে।

পদ্মা সেতুর নাম হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এমন দাবি করা হচ্ছে। এ বিষয় নিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পদ্মা সেতুর নাম পরিবর্তন হবে না, এটি প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। এ বিষয় নিয়ে আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে প্রধানমন্ত্রী কথা বলবেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করা যাচ্ছে জুনের শেষ সপ্তাহের দিকে পদ্মা সেতু চালুর জন্য রেডি হয়ে যাবে। কিছু দিনের মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনের বিষয়ে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‌‘পদ্মা সেতুর টোল বেশি ধরা হয়নি। যদি বেশি মনে করা হয়, তাহলে সরকার পরে সেটা বিবেচনা করবে। তবে ১৫ থেকে ১৬ বছরের মধ্যেই টাকা উঠে যাবে।’


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা