বাংলাদেশ, , বুধবার, ১ মে ২০২৪

বিদায়বেলায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের স্মৃতি ভাসছে মাসাকাদজার চোখে

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৯-০৯-১৩ ০৫:৫৯:৩৮  

বাংলাদেশে প্রথম সফরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলেন হ্যামিল্টন মাসাকাদজা। ফের এদেশের মাটিতে খেলতে এসেছেন তিনি। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেই প্রায় দেড় যুগের ক্যারিয়ারের ইতি টানবেন জিম্বাবুইয়ান তারকা ব্যাটসম্যান।কিন্তু শেষবেলায় সেখানে খেলা হচ্ছে না তার।

তবে ক্যারিয়ারের সায়াহ্নে এসে বঙ্গবন্ধু স্টেডিয়ামের কথা খুব বেশি মনে পড়ছে মাসাকাদজার। সেখানকার ফ্ল্যাট উইকেট এখনও মনে পড়ে তার। ক্যারিয়ারের শেষ সিরিজে খেলতে এসে সেই স্মৃতি রোমন্থন করছেন ৩৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান।

স্মৃতিকাতর হয়ে জিম্বাবুয়ে অধিনায়ক বলেন,বাংলাদেশে আমি প্রথম খেলি বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এটি ছিল আমার খেলা সবচেয়ে ফ্ল্যাট উইকেট।

শুক্রবার থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাসাকাদজা বলেন,সবসময় বাংলাদেশ সফর আমার জন্য বিশেষ কিছু। এখানে আমার অনেক স্মৃতি রয়েছে। তবে সবচেয়ে এগিয়ে রাখব বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা।

২০০৫ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচ খেলেন মাসকাদজা। তাতে ৬৩ বলে ১০ চারে ৫৪ রান করেন তিনি। ম্যাচটি জিম্বাবুয়ে জেতে ২২ রানে। বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত ৩৩টি ওয়ানডে খেলেছেন এ হার্ডহিটার। ২০.০৬ গড়ে করেছেন ৬৬২ রান। সেঞ্চুরির দেখা না পেলেও হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ৪টি।

মাসাকাদজা বাংলাদেশের মাটিতে বেশি সফল টেস্ট ক্রিকেটে।৭ ম্যাচে ১৪ ইনিংসে ৪৪.৫৭ গড়ে করেছেন ৬২৪ রান। অর্ধশতক করেছেন ৪টি, তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করা ইনিংস আছে ১টি। ক্যারিয়ারসেরা টেস্ট ইনিংস (১৫৮ রান) খেলেছেন টাইগারদের বিপক্ষেই। অবশ্য সেটা ঘরের মাটিতে।

তিনজাতি টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ক্যারিয়ারের সমাপ্তি টানছেন জিম্বাবুয়ে ক্রিকেটের পুরনো সৈনিক। ক্যারিয়ার নিয়ে তিনি বলেন,অবশ্যই এটি অনেক লম্বা ক্যারিয়ার। বেশ উত্থান-পতন ছিল। বিশ্বাস করি,সেটা থাকবেই। অবশ্যই দেশের জার্সি পরা এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা বিশাল প্রাপ্তি।

২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটে মাসাকাদজার। একই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে পথচলা শুরু হয় তার। আর টি-টোয়েন্টিতে ক্যারিয়ার শুরু করেন ২০০৬ সালে। এর সঙ্গেও জড়িয়ে আছে বাংলাদেশের নাম।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা