স্পেনে হয়ে গেল ইউরোপীয় ক্রিকেট লীগ

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

স্পেনে হয়ে গেল ইউরোপীয় ক্রিকেট লীগ। স্পেন, ডেনমার্ক, জার্মানি, রাশিয়া, নেদারল্যান্ডস, রোমানিয়া, ফ্রান্স ও ইতালির মোট ৮টি ক্লাব নিয়ে এই লীগ চলেছে জুলাই জুড়ে। এই লীগের ক্রিকেটার নিয়ে, ব্যাটিং/বোলিং নিয়ে অনেক ট্রল হয়েছে, চলছে। তবে, বাস্তবতা হলো ইউরোপের ক্রিকেটের ব্যপ্তি বাড়ছে দ্রুত। ল্যাটিন আমেরিকার ফুটবল এখন ইউরোপীয়দের হাতে। ক্রিকেটেও তারা ঠিক একই কাজ করতে যাচ্ছে। বানিজ্যিকভাবে যদি ইউরোপীয় ক্লাবগুলো ক্রিকেট বানিজ্য শুরু করে তবে জোফরা আর্চারের মত ক্রিকেটার হারাবে এশিয়া এবং উইন্ডিজের দলগুলো।

আমাদের ঘরোয়া লীগ নিয়ে আসলে ভাবার দরকার। ভবিষ্যতে টিকে থাকতে হলে ঘরোয়া লীগে ক্রিকেটারদের প্রাপ্য সম্মান এবং পারফর্মেন্সর মূল্য না দিলে আমরাও ক্রিকেটার হারাব।