গাঁজা বিক্রি করে মাসে আয় সোয়া ৪ কোটি টাকা!

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১

অর্থাভাবে ভুগছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক বক্সার মাইক টাইসন। একটা সময় দেউলিয়া হওয়ার জো হয়েছিল।

গাঁজা বিক্রি করে ফের কোটিপতি হয়ে গেছেন টাইসন। স্প্যানিশ দৈনিক মার্কার এক প্রতিবেদনে প্রকাশ– প্রতি মাসে গাঁজা বিক্রি করেই পাঁচ লাখ ডলার আয় করেন ৫৪ বছর বয়সী টাইসন, যা বাংলাদেশি মুদ্রায় সোয়া চার কোটি টাকারও বেশি!

ক্যারিয়ারজুড়ে মাদক সেবনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন টাইসন। একটা সময় তাকে ‘দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট’ ডাকা হতো।

আর সেই টাইসনই অবসরে গাঁজা বিক্রি করে ধনকুবের বনে গেলেন।

চিটশিট নামে এক ওয়েবসাইটের বরাতে মার্কা লিখেছে– যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ১৬ হেক্টর জমির ওপর একটি গাঁজা চাষের ফার্ম খুলেছেন টাইসন।  এর জন্য একটি কোম্পানি খুলেছেন সাবেক এ হেভিওয়েট বক্সার। তার কোম্পানির নাম ‘টাইসন র্যাঞ্চ।’

বর্তমানে নিজেকে ‘সেরা গাঁজার প্রস্তুতকারক’ দাবি করছেন বিশ্বসেরা এ হেভিওয়েট বক্সার।

এত এত গাঁজা উৎপাদন নাকি বৈধভাবেই করছেন টাইসন। কারণ ক্যালিফোর্নিয়া রাজ্যে গাঁজার ব্যবহার বৈধ। ২০১৬ সালের নভেম্বরে ২১ বছরের বেশি বয়সির জন্য গাঁজাকে বৈধ করে ক্যালিফোর্নিয়া সরকার।  আর এই বৈধতার ফায়দা লুটছেন টাইসন।

তথ্যসূত্র: মার্কা।