
US President Donald Trump speaks before presenting the Presidential Medal of Freedom to Celtics basketball legend Bob Cousy in the Oval Office of the White House in Washington, DC on August 22, 2019. (Photo by MANDEL NGAN / AFP)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুধু মানসিকভাবে সুস্থ মার্কিনিরাই আগ্নেয়াস্ত্র কিনতে পারবে।
একের পর এক বন্দুক হামলার পরিপ্রেক্ষিতে অস্ত্র আইন নিয়ে বিতর্কের মধ্যে বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। কিন্তু এর আগেই বন্দুক আইন কঠোর করার ব্যাপারে কথা বলেছিলেন তিনি।
বুধবারের বক্তব্যের মাধ্যমে নিজের সেই অবস্থান থেকে সরে এলেন ট্রাম্প।
বলেন, ‘আমি চাই, শুধু মানসিকভাবে সুস্থ মানুষের হাতেই বন্দুক থাকুক।’ সম্প্রতি যুক্তরাষ্ট্রে দুটি রাজ্যে একদিনে দুটি বন্দুক হামলার ঘটনায় ৩১ জন নিহত হন। খবর এএফপির।