বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চাঁদাবাজির অভিযোগে ৬ পুলিশ কারাগারে

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০২-০৮ ২০:১৯:০৮  

চট্টগ্রামের আনোয়ারায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় নগর পুলিশ কমিশনারের দেহরক্ষীসহ ছয় পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া অভিযুক্তদের সাময়িক বরখাস্ত ও তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক সোমবার বিকালে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ যে-ই করুক কোনো ছাড় নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আনোয়ারার বৈরাগ গ্রামের আবদুল মান্নান বাদী হয়ে ছয় পুলিশ সদস্যের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

ছয় পুলিশ সদস্য হলেন, নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের দেহরক্ষী কনস্টেবল মোরশেদ বিল্লাহ, নগর পুলিশের উপকমিশনার গোয়েন্দা (পশ্চিম) মনজুর মোরশেদের দেহরক্ষী কনস্টেবল মো. মাসুদ, নগরের দামপাড়া রিজার্ভ ফোর্স অফিসে কর্মরত কনস্টেবল শাকিল খান ও এস্কান্দর হোসেন, নগর পুলিশের সহকারী কমিশনার কর্ণফুলী কার্যালয়ের কম্পিউটার অপারেটর কনস্টেবল মনিরুল ইসলাম ও নগর গোয়েন্দা পুলিশ (উত্তর) কর্মরত কনস্টেবল আবদুল নবী।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা