বাংলাদেশ, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

সালিশে লাথি খেয়ে হাসপাতালে উপজেলা চেয়ারম্যান

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০২-০৫ ২২:৪৯:৪৩  

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের কালিবাড়ী রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন স্থানীয় লোকদের জমিজমা সংক্রান্ত বিরোধ মেটাতে যান। তিনি যাওয়ার পরপরই এমপি গ্রুপের সবুরসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি লাথি, কিল-ঘুষি মারতে শুরু করে। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাড়িতে তুলে দেন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি গুরুদাসপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, এমপির ইন্ধনে তার লোকজন আমাকে মারধর করেছে।

এসআই রফিকুল ইসলাম জানান, হামলার পর উপজেলা চেয়ারম্যান এবং তার ড্রাইভার রওশন ও আমিরুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আক্রমণের মূলহোতা সবুরকে আটক করা হয়েছে।

অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা