মিরাজের ঘূর্ণিতে অলআউট উইন্ডিজ, বড় লিড পেল বাংলাদেশ

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১

ব্যাটিং ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ৪৩০ রানের লিড এনে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।  এবার ভেলকি দেখালেন বল হাতে। তার দুর্দান্ত অফ-ব্রেকে কাটা পড়েছেন উইন্ডিজ ব্যাটসম্যানরা।

টপাটপ তুলে নিয়েছেন কাইল মায়ার্স, জার্মেইন ব্ল্যাকউড, কেমার রোচ, রাহকিম কর্নওয়ালের উইকেট। মিরাজ একাই নিয়েছেন ৪ উইকেট। ২৬ ওভারে ৯ মেডেনে ৫৮ রান দিয়েছেন তিনি।

তার অসাধারণ বোলিং নৈপুণ্যে ২৫৯ রানে থেমে গেছেন সফরকারীরা। সেই অর্থে ১৭১ রানের লিড পেয়েছেন স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের শেষ উইকেটটি নিয়েছেন সেই তাইজুলই।  দিনের প্রথম বলে ফিরিয়েছিলেন এনক্রুমাহ বোনারকে। একইভাবে ৯৭তম ওভারের প্রথম বলে ফেরালেন ওয়ারিক্যানকে।

মিরাজ-তাইজুল ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন স্পিনার নাঈম হাসান।  ব্ল্যাকউডের সঙ্গে জুড়ি গড়ে স্কোরবোর্ডে রানের সংখ্যা বাড়িয়ে যাওয়া জসুয়া দা সিলভাকে ফেরান নাঈম। ১৪১ বলে ৪২ রানে আউট হন জসুয়া।

বাংলাদেশের পক্ষে মিরাজ পেয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। মোস্তাফিজ, তাইজুল ও নাঈম প্রতেক্যে দুটি করে উইকেট শিকার করেছেন।

ইতিমধ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে পড়েছে বাংলাদেশ।