বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার পথে মিরাজ

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০২-০৫ ০১:২৫:০৮  

বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে যাওয়ার পথে মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে একাই লড়াই করেছেন মিরাজ। অনবদ্য ব্যাটিং করে যাওয়া এ তারকা অলরাউন্ডার ক্যারিয়ারের ২৩তম টেস্টে এসে তুলে নিয়েছেন নিজের প্রথম সেঞ্চুরি।

ক্রিকেটের অভিজাত ফরম্যাটে তিন অঙ্কের ম্যাজিক ফিগার গড়ার পথে মিরাজ ছাড়িয়ে গেছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার হান্নান সরকার ও আল শাহরিয়ার রোকনকে।

২৩ টেস্টে এক সেঞ্চুরি আর দুটি ফিফটির সাহায্যে ৭৪১ রান নিয়ে মিরাজ আছেন দেশের টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১৯তম পজিশনে।

আর মাত্র ৫৭ রান করলেই দেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে যাবেন মিরাজ। ৩৬ টেস্টে অংশ নিয়ে তিন ফিফটিতে ৭৯৭ রান সংগ্রহ করেছেন মাশরাফি। বারবার ইনজুরিতে আক্রান্ত হওয়ায় ২০০১ সালের নভেম্বরে অভিষেক হওয়া মাশরাফির টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যায় ২০০৯ সালের জুলাই মাসে। ২০১৭ সালে শ্রীলংকা সফরে হঠাৎ করেই টি-টোয়েন্টি থেকে অবসর নেন তিনি।

ওয়ানডে ক্রিকেট খেলে যাওয়া মাশরাফি সবশেষ উইন্ডিজ সিরিজের দলে জায়গা পাননি। ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেয়ার আগে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি এখনও অপেক্ষায় রয়েছেন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা