বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

অদ্ভুত হোয়াটসঅ্যাপ মেসেজে ক্র্যাশ হচ্ছে ফোন

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০২-০৩ ১৪:৩৪:২৫  

অদ্ভুত একটি মেসেজের পরই ক্র্যাশ হচ্ছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি ব্রাজিলসহ বহু দেশের মানুষের সঙ্গেই এমন ঘটনা ঘটছে।বেশ কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এমন অভিযোগ করেছেন। তাদের মতে, ইনবক্সে অদ্ভুত একটি স্পেশাল ক্যারেক্টারে লেখা মেসেজ পাচ্ছেন তারা, যা হোয়াটসঅ্যাপ ডিকোড করতে পারে না।আর তাই মেসেজ রিসিভ হতেই অ্যাপ ক্র্যাশ হয়ে যাচ্ছে। ওয়াবেটা ইনফো তাদের রিপোর্টে জানিয়েছে, ‘আপনার কোনো পরিচিত কন্টাক্ট থেকে একটি মেসেজ পাঠানো হতে পারে, যেটি অদ্ভুত অক্ষর ব্যবহার করে লেখা।আপনি সেগুলো পুরোপুরি পড়লে দেখতে পাবেন, এ মেসেজটির কোনও অর্থ নেই ফলে হোয়াটসঅ্যাপ এ মেসেজটি ভুয়া মেসেজ ভাবতে পারে। অনেক সময় হোয়াটসঅ্যাপ মেসেজগুলো সম্পূর্ণরূপে রেন্ডার করতে সক্ষম হয় না কারণ এদের স্ট্রাকচার সম্পূর্ণ অদ্ভুত। এ মেসেজগুলোর সংমিশ্রণগুলো এমন একটি পরিস্থিতি তৈরি করে, যার কারণে হোয়াটসঅ্যাপ মেসেজটি প্রসেস করতে পারে না এবং অ্যাপটি সম্পূর্ণরূপে ক্র্যাশ হয়ে যায়।

যদি আপনার ফোনে এ ধরনের কোনো মেসেজ এসে থাকে, যেখানে অনেক স্পেশাল ক্যারেক্টর ব্যবহার করা হয়েছে তাহলে চেষ্টা করুন হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে সেই কন্টাক্টটিকে ব্লক করতে। আর সব সময় অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ এড়িয়ে চলুন।

তথ্যসূত্র : যুগান্তর


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা