ঢাকা ফুড বেকারিসহ তিনটি খাবার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতসহ নানা অভিযোগে ঢাকা ফুড বেকারিসহ তিনটি খাবার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রবিবার (৩১ জানুয়ারি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই দণ্ড প্রদান করেছে।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের মধ্যে- নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পন্যের গায়ে খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের না দেওয়ার অপরাধে ঢাকা ফুড বেকারিকে ৩০ হাজার, সদরের ঝিলংজা ইসলামাবাদ এলাকার মা-বাবার দোয়া ফোচকা বিতানকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে ৩ হাজার, বাস-টার্মিনাল লারপাড়া এলাকার রাকিব রেস্তোরা কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে ২ হাজার টাকা।

ভোক্তা অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এসময় বাস-টার্মিনাল এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।

অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয় বলে জানান মোঃ ইমরান হোসাইন।

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল সদস্য।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক।