বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

এবারের শীত নিয়ে দুঃসংবাদ দিলেন আবহাওয়া বার্তা অফিস!

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০১-৩০ ০৭:৫৫:২৭  

এবার শীত নিয়ে ন’তুন বার্তা জা’নিয়েছে আবহাওয়া অফিস। দেশের গ্রা’মঞ্চলের পাশাপাশি রাজধানীতেও পড়েছে শীতের আমেজ। আগামী ৩ দিনে রাতের তা’পমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আ’বহাওয়া অ’ধিদফতর।
বৃহস্পতিবার আ’বহাওয়া অধিদফতর আরো জানায়, কুড়িগ্রামের রা’জারহাটে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সে’লসিয়াস রেকর্ড হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের সব জা’য়গায় সর্বনিম্ন তা’পমাত্রা ছিল ১৪ থেকে ১৮ ডিগ্রি সে’লসিয়াসের মধ্যে।

এই দুই বি’ভাগ ছাড়া দেশের বাকি অঞ্চলের অ’ধিকাংশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সে’লসিয়াসের মধ্যে র’য়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অ’ফিস
এদিকে স’কাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূ’র্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তা’পমাত্রা প্রায় অ’পরিবর্তিত থাকতে পারে। তবে দেশের অ’ন্যত্র তা সা’মান্য কমতে পারে

রাজধানীর বিষয়ে আ’বহাওয়া অ’ধিদফতর বলছে, আজ ঢা’কার আকাশ পরিষ্কার থাকতে পারে। সেই সঙ্গে ক’মতে পারে দিনের তা’পমাত্রাও।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা