

সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগ মাসব্যপী কর্মসূচির অংশ হিসেবে দুস্থ ও এতিম মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
বুধবার (১৩ই জানুয়ারি) কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে এসব বস্ত্র বিতরণ করা হয়।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাহবুবুল হক মুকুল, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি কায়সারুল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দিন খোকন, যুগ্ন-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হক সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, ৪ই জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ই জানুয়ারি কেক কাটা, ৬ই জানুয়ারি অসহায় পথশিশুদের মাঝে খাবার বিতরণ, ৯ই জানুয়ারি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করে জেলা ছাত্রলীগ।