ডিবি পুলিশের অভিযানে ঈদগড় থেকে ১ লাখ ইয়াবাসহ পাচারকারী আটক

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

রবিউল আলম হ্নদয়ঃ

রামু উপজেলা ঈদগড়-বাইশারী সড়কের রেণুর ছড়া ব্রীজ এলাকা থেকে ১ লক্ষ পিস ইয়াবাসহ হাফেজ আহমদ নামের এক পাচার চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯ টায় বর্ণিত স্থানে অস্থায়ী চৌকি বসিয়ে তল্লাশি কালে এ ইয়াবা গুলো উদ্ধার করা হয়, এ সময় পাচারে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মামুন উল ইসলামের নেতৃত্বে একদল ডিবি, রামু থানা, নাইক্যংছড়ি থানা ও ঈদগাঁও তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে বিশাল এ ইয়াবার চালনটি উদ্ধার করা হয়। আটককৃত হাফেজ আহমদ রুমা উপজেলার ইউপি এলাকার ২নং ওয়ার্ডের আবুল কাসেমের ছেলে বলে জানিয়েছেন পুলিশ।

এএসপি মামুন উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় বাইশারী সড়কে অস্থায়ী চৌকি বসানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে পাচারকারী, ধাওয়া করে তাকে ধৃত করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক সিএনজিতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ লক্ষ পিস ইয়াবা পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যান অভিযান পরিচালনাকারীরা।