বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা শাখার মাসব্যাপী কর্মসূচী

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২১-০১-০৪ ০০:৫৬:৩৪  

প্রেস বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি এই সংগঠনের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন এটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।

সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। তা
কক্সবাজার জেলা শাখার সভাপতি এসএম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান:

এ উপলক্ষে ৪ জানুয়ারি, সোমবার সকাল সাড়ে ৭টায় সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সাড়ে ৯টায় সকল ছাত্রলীগ নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল। বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে কেক কাটা এবং বিকাল ৪টায় বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ।

এ ছাড়া, ৬ জানুয়ারি, বুধবার
দুপুর ১২টায় অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ।

৮ জানুয়ারি, শুক্রবার
বিকাল ৩টায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

১৩ জানুয়ারি, বুধবার
বিকাল ৪টায় কক্সবাজার আগত পর্যটকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট এবং স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ।

১৬ জানুয়ারি, শনিবার
দুপুর ১:৪৫ টায় শতকন্ঠে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন।
দুপুর ২টায় বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার অফিশিয়াল পেইজ এবং ওয়েবসাইট উদ্ভোদন।
দুপুর ২:১৫ টায় (৪ জানুয়ারি), বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শুভাযাত্রা।
স্থান: শহীদ দৌলত ময়দান।

২০ জানুয়ারি, বুধবার
বিকাল ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগীতা, স্থান: কেন্দ্রীয় শহীদ মিনার।

২৩ জানুয়ারি, শনিবার
বিকাল ৩টায় রচনা প্রতিযোগীতা।

২৬ জানুয়ারি, সোমবার
বিকাল ৩টায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান।

৩১ জানুয়ারি, রবিবার
বিকাল ৩টায় রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ।
বিকাল ৪টায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।

বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮ এর আইয়ুববিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন ও ৬৬ এর ছয় দফার পক্ষে অসাধারণ ভূমিকা পালন করে। এ ছাড়া ৬৯ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করা, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন ছাত্রলীগের নেতা কর্মীরা।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা