বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

১০ মোটরসাইকেল আটক টেকনাফে, ১০০ চালকের নামে মামলা

বাংলাদেশ পেপার ডেস্ক ।।  সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০২০-১২-১০ ০১:৫৩:৩৮  

ট্রাফিক পুলিশ বলছে, টেকনাফের উঠতি বয়সী যুবকরা দামি দামি অবৈধ মোটরসাইকেল ব্যবহার করছে। অনেকে এসব বাইকে মাদক বহন করছে। রোহিঙ্গাদের দিয়েও এসব বাইক চলাচল অব্যাহত রেখেছে কেউ কেউ। তাই এই অভিযান।

কক্সবাজারের টেকনাফে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে নেমেছে ট্রাফিক পুলিশ।

বুধবার পৌর শহরের বিভিন্ন মোড়ে টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়ার নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।

ট্রাফিক পুলিশ বলছে, টেকনাফের উঠতি বয়সী যুবকরা দামি দামি অবৈধ মোটরসাইকেল ব্যবহার করছে। অনেকে এসব বাইকে মাদক বহন করছে। রোহিঙ্গাদের দিয়েও এসব বাইক চলাচল অব্যাহত রেখেছে কেউ কেউ। তাই এই অভিযান।

বুধবারের অভিযানে ১০টি অবৈধ মোটরসাইকেল জব্দ এবং ট্রাফিক আইন অমান্য করায় ১০০টির চালকের নামে মামলা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফারুক আল মামুন ভুইয়া।

বাংলাদেশ পেপারের প্রতিবেদককে তিনি বলেন, ‘যানজট নিরসনসহ সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমাতে কাগজপত্রহীন ও অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক বহনকারী মোটরসাইকেল আরোহীদের চিহ্নিত আইনের মুখোমুখি করা হবে।’

ট্রাফিক আইন মেনে চলতে মাইকিং করা হচ্ছে বলেও জানান তিনি।


পূর্ববর্তী - পরবর্তী সংবাদ
       
                                             
                           
ফেইসবুকে আমরা